তারাকান্দায় বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেছে পিকআপভ্যান। ছবি : এনটিভি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত আরেকজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান।