আটপাড়ায় শিশুদের জন্য নির্মিত হচ্ছে আধুনিক পার্ক

নেত্রকোনার এক সময়ের অবহেলিত উপজেলা আটপাড়ায় নতুন আশার আলো জাগিয়েছে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ। বিনোদনহীন এই এলাকায় উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আটপাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গড়ে উঠছে ‘আটপাড়া উপজেলা শিশু পার্ক’।
যদিও পার্কটির নির্মাণকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, তবুও ইতোমধ্যে এটি স্থানীয়দের কাছে প্রাণের স্থান হয়ে উঠতে শুরু করেছে। প্রতিদিন বিকেল হতেই শিশুরা দল বেঁধে আসছে এখানে, ছুটছে দোলনা ও স্লাইডের দিকে। পার্কজুড়ে তৈরি হচ্ছে কোলাহল, আর অভিভাবকদের মুখেও ফুটে উঠছে প্রশান্তির হাসি।
আধুনিক দৃষ্টিনন্দন নকশায় তৈরি এই পার্কে থাকবে- দোলনা, স্লাইড, সবুজ বেষ্টনী, হাঁটার পথ, শিশুদের জন্য নিরাপদ খেলার জায়গা। এটি শুধু শিশুদের জন্য নয়, এলাকাবাসীর ভাষ্য, এই পার্ক হয়ে উঠবে পুরো উপজেলার একটি প্রাণের কেন্দ্রস্থল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তবে তার আগেই পার্ক ঘিরে যে আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা প্রমাণ করে ছোট একটি উদ্যোগও বদলে দিতে পারে একটি এলাকার মানুষের ভাবনার জগৎ।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, আমাদের পার্কের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। এই পার্কটি শিশুদের মানসিক স্বাস্থ্য, মেধা বিকাশ ও বিনোদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।