গ্রাফিতিতে ফুটে উঠল ২৪-এর চেতনা

নেত্রকোনায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘২৪-এর রঙে’ শিরোনামে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের জেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনের সড়কের দেওয়ালে এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম মনিরুজ্জামান দুদু, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী আব্দুর রহিম রুহী এবং এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান।
জেলা পর্যায়ের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা চিত্র ও রঙে তুলে ধরেন গণঅভ্যুত্থান, গণতন্ত্র ও মানুষের অধিকার বিষয়ক নানা বার্তা।