বিল্লাল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জে বিল্লাল হোসেন হত্যা মামলার আসামি সুমনকে ঢাকার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪।
গতকাল সোমবার রাতে গাবতলীর একটি বাসায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সুমন মানিকগঞ্জের শিবালয় উপজেলার কাঁকরোল গ্রামের বাসিন্দা।
র্যাব ৪-এর সহকারী পুলিশ সুপার মো. শামছুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৪-এর মেজর মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল সুমনকে গ্রেপ্তার করে।
মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া সুমনকে মানিকগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২ নভেম্বর রাতে হরিরামপুর উপজেলার মাচাইন বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বিল্লাল হোসেনকে রাস্তায় কুপিয়ে হত্যা করে মরদেহ খালের পানিতে ফেলে রাখে দুর্বৃত্তরা।
বিল্লালের স্বজনদের অভিযোগ আসামি সুমন তাঁর (বিল্লাল) মেয়েকে উত্ত্যক্ত করত। এর প্রতিবাদ করায় বিল্লালকে হত্যা করে সুমন। সুমনকে প্রধান আসামি করে হরিরামপুর থানায় মামলা দায়ের করে বিল্লালের পরিবার।
বিল্লাল হোসেনের স্ত্রী আফরোজা বেগম জানান, তাঁর বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী। ওই মেয়েকে একই গ্রামের সুমন স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। হত্যার কয়েকদিন আগে সুমনের বাবার কাছে এ বিষয়ে নালিশ দেওয়া হয়। কিন্তু তারা বিচার না করে উল্টো ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠায়।
আফরোজা বেগম আরো জানান, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে সুমন তাঁর স্বামীকে হত্যা করেছে।