চাঁদপুরে বিদেশি মদ-ইয়াবাসহ আটক ৩

চাঁদপুরে বিদেশি মদ-ইয়াবাসহ আটক ৩। ছবি : এনটিভি
চাঁদপুরের সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে পৃথক অভিযানে বিদেশি মদসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সকালে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মনজুরুল হাসান খান।
মনজুরুল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ উপজেলা সদরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
একই রাতে সদর উপজেলার জাফরাবাদ এলাকা থেকে ৭ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. মাসুদ গাজী (৩৮) ও মো. শামীম হোসেনকে (৩৫) আটক করা হয়।
এছাড়া ফরিদগঞ্জ উপজেলার সরদারপাড়া এলাকায় অপর অভিযানে ২০ পিস ইয়াবাসহ মোখলেছুর রহমান (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।