কারখানা প্রাঙ্গণে পিকআপ চাপায় নারী শ্রমিকের মৃত্যু

সাভারের আশুলিয়ার জিরানীবাজার এলাকায় বেঙ্গল গ্রুপের পিকআপ ভ্যানের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম রুবিনা, বাড়ি টাঙ্গাইল জেলায়।
একই দুর্ঘটনায় আহত শ্রমিক সিমা জানান, গতকাল সোমবার রাতে জিরানীবাজারে বেঙ্গল পলিমার ওয়াশা লিমিটেডের কারখানা প্রাঙ্গণে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দেয়। কারখানার লোকজন তাঁদের দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করে। আজ ভোরে রুবিনা মারা যান। পরে কারখানা কর্তৃপক্ষ হাসপাতাল থেকে সকালে লাশ নিয়ে যায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরেক ঘটনায় আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেলে আহত হন চালক ও হেলপার। পরে তাঁদের দ্রুত উদ্ধার করে হেমায়েতপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত তীব্র যানজট ছিল। পরে পুলিশ ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।