পদ্মা নদীতে ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, নিখোঁজ ১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়ায় পদ্মা নদীতে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ব্যবসায়ী মোজাম্মেল। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া সংলগ্ন পদ্মা নদীতে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে মোজাম্মেল (৩৭) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে নদীর পদ্মা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যবসায়ী মোজাম্মেল হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, বিকেলে মোজাম্মেলসহ চার বন্ধু মিলে স্পিডবোট ভাড়া করে পদ্মা সেতু এলাকায় ভ্রমণে বের হন। এ সময় ঘুরাঘুরি একপর্যায়ে নদীতে ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটে। তখন মোজাম্মেল পানিতে পড়ে নিখোঁজ হন। এ সময় সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শফিকুল ইসলাম আরও জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজে অভিযান চলছে।