লক্ষ্মীপুরে আনন্দময়ী কালী মন্দিরের দ্বার উন্মোচন

লক্ষ্মীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দিরের দ্বার উন্মোচন করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়িতে ফিতা কেটে দ্বার উম্মোচন করেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।
দ্বার উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দময়ী কালী মন্দিরের সভাপতি অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ, ঢাকা রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী স্থিরাত্মানন্দ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জহর লাল ভৌমিক, সাধারণ সম্পাদক শংকর মজুমদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা সভাপতি শিমুল সাহা প্রমুখ।
পরে শ্যামা সংগীত পরিবেশন করেন শিল্পীরা।