ফেনীতে বন্যার্তদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে ডিম ভুনাসহ সবজি, ডাল, খিচুড়ি ও খাবার পানি বিতরণ করা হয়েছে। বুধবার (৯ জুলাই) জেলার পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ২০০ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে বিজিবির কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবিরের উপস্থিতিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) বন্যার্তদের মাঝে ২০০ প্যাকেট প্রস্তুতকৃত খাবার (খিচুড়ি, ডিম ভুনা, সবজি, ডাল ও বোতলজাত সীমান্ত পানি) বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কার্যক্রমে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপির কমান্ডাররা, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় প্রায় ১৪টি পয়েন্টে নদী প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবনের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দুর্যোগকালীন মানবিক সহায়তায়ও অগ্রণী ভূমিকা রেখে চলেছে।