মানিকগঞ্জে আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের সমাপ্তি

বাংলা লোক সাহিত্য গবেষণার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব আচার্য ড. দীনেশ চন্দ্র সেনের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন শেষ হয়েছে।
শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
স্থানীয় বিজয়মেলা মাঠে সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন ও সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ।
সমাপনী অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রাক্তন সংসদ সদস্য জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এস এম আবদুল মান্নান, পুলিশ সুপার মাহফুজুর রহমান,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আফসার আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.মেজবাহ কামাল, কথা সাহিত্যিক ঝর্ণা রহমান, গড়পাড়া এমামবাড়ীর পীর শাহ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালামসহ অনেকেই।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যকে আলোকিত করেছেন। অনবদ্য অবদানের জন্য সাহিত্যপ্রেমীদের মধ্যে তিনি চিরকাল বেঁচে থাকবেন।
পরে স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন।
বাংলা লোক সাহিত্য গবেষণার মহান ব্যক্তিত্ব দীনেশ চন্দ্র সেন ১৮৬৬ সালের ৪ নভেম্বর মানিকগঞ্জের বকজুরি গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ঈশ্বরচন্দ্র সেন মানিকগঞ্জ বারের আইনজীবী ছিলেন। মায়ের নাম রূপলতা দেবী। ১৯৩৯ সালের ২০ নভেম্বর তিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বেহালাস্থ বাসভবন রূপেশ্বরে পরলোকগমন করেন।