মুন্সীগঞ্জের গৌরগঞ্জ খালের ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার শাখা গৌরগঞ্জ খালের ভাঙন থেকে মাদ্রাসা-মসজিদসহ ভিটেমাটি রক্ষায় মানবববন্ধন করেছে শত শত মানুষ। আজ শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজের পর উপজেলার কাইচাল এলাকায় সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকারীরা জানান, প্রাচীন খালটির তীরে শত শত বসতি রয়েছে। এ ছাড়া অর্ধশত বছরের পুরোনো কাইচাইল মাদ্রাসাসহ একাধিক মসজিদ ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। তবে বর্তমানে একদিকে বর্ষার স্রোত অন্যদিকে প্রতিনিয়ত অবৈধ বাল্কহেড চলাচলে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে বিলীন হয়েছে বহু মানুষের কৃষিজমি, ঝুঁকিতে রয়েছে ধর্মীয় স্থাপনাসহ হাজারো পরিবারের বসতবাড়ি। যেকোনো সময় ভাঙনে বিলীনের আশঙ্কায় রাত কাটাতে হচ্ছে স্থানীয়দের।
এ অবস্থায় চলতি বর্ষা মৌসুমে দ্রুত এ বিষয়ে আপৎকালীন ও পরিকল্পিতভাবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি সবার। দাবি পূরণে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে অংশ নেয় মাদ্রাসার ছাত্রসহ কয়েকশতাধিক স্থানীয় জনসাধারণ। মানববন্ধন শেষ স্থানীয় মাদ্রাসায় এই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।