গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপে টুঙ্গিপাড়া চ্যাম্পিয়ন

গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টুঙ্গিপাড়া উপজেলা একাদশের হাতে ট্রফি দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি
গোপালগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কাশিয়ানী উপজেলা একাদশকে ২-০ গোল হারিয়ে টুঙ্গিপাড়া উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ উপস্থিত ছিলেন।