শিশু আব্দুর রহমান সাড়ে ৬ মাসে কোরআন হাফেজ

বাগেরহাটের মোড়েলগঞ্জের শিশু আব্দুর রহমান মাত্র সাড়ে ৬ মাসে পুরো পবিত্র কোরআনের হাফেজ হয়ে এখন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। বর্তমানে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল বালক’ হিসেবে পরিচিতি লাভ করেছে।
আব্দুর রহমান মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরী গ্রামের মো. শহিদুল ইসলাম ও ফারজানা বেগম দম্পতির আদরের সন্তান। মাত্র সাড়ে ৬ মাসে পুরো কোরআন মুখস্থ করায় শহিদুল-ফারজানা দম্পতি বেজায় খুশি।
শহিদুল ও ফারজানা দম্পতি জানান, মোড়েলগঞ্জ পৌরসভার বারুইখালী এলাকার মারকাজ উল ওমর আল ফারুক (রাঃ) মাদ্রাসা থেকে আব্দুর রহমান এই গৌরব অর্জন করেছে। মাত্র ৬ মাস ১৫ দিনে ৩০ পারা কুরআন শরীফ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেছে। ওই দম্পতির স্বপ্ন ছিল ছেলেকে কুরআনের হাফেজ বানাবেন। সেই স্বপ্ন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ার পর ছেলেকে তারা পার্শ্ববর্তী মাদ্রাসায় ভর্তি করেন। সেখানে নূরানী ও নাজেরা বিভাগ শেষ করার পর চলতি বছরের জানুয়ারীতে ৭ বছর বয়সী আব্দুর রহমান কুরআন হিফজ শুরু করে।
আব্দুর রহমানের শিক্ষক আব্দুল কুদ্দুস আশ্রাফী জানান, সে শুরু থেকে বেশ মনোযোগী ছিল। শিশু বয়স থেকে সে খুবই মেধাবী, নম্র-ভদ্র ও বিনয়ী স্বভাবের ছিল।
শিশু হাফেজ আব্দুর রহমানের ইচ্ছা, মা-বাবার দোয়া ও মাদরাসার ওস্তাদদের সহযোগিতায় হিফজ সম্পন্ন করেছে। তেমনি সবার কাছে দোয়া নিয়ে ভবিষ্যতে একজন হক্কানি আলেম হয়ে দেশ, জাতি ও ইসলামের খেদমত করার স্বপ্ন দেখছে। তার সেই স্বপ্ন পূরণে দেশবাসীর নিকট দোয়া চেয়েছে শিশু হাফেজ আব্দুর রহমান।