লক্ষ্মীপুরে পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সিলেট পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট ও পুলিশ সুপার (এসপি) মাহমুদুর রহমান সেলিমের লক্ষ্মীপুরের রায়পুরের গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাতরা সেলিমের বাবা ও মাকে বেঁধে মারধর করে।
ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ও কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসপি সেলিমের ভাই মোক্তার হোসেন জানান, রাত দেড়টার দিকে একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে গেটের তালা ও ভবনের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তাঁর মা ও বাবা ভেতরে ছিলেন। ডাকাতরা তাঁদের অস্ত্রের মুখে বেঁধে মারধর করে। এ সময় তাদের ছয়-সাত ভরি স্বর্ণ নিয়ে যায়। পরে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ব্যাপারে আজ মঙ্গলবার সকালে রায়পুর থানার ওসি লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।