গোপালগঞ্জে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

গোপালগঞ্জের সদর উপজেলার সুতিয়ারকুল বালুর মাঠে আজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় হা-ডু-ডু খেলা। ছবি : এনটিভি
গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় হা-ডু-ডু খেলা।
আজ শনিবার সদর উপজেলার সুতিয়ারকুল বালুর মাঠে অনুষ্ঠিত খেলায় আটটি দল অংশ নেয়।
কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে বিকেলে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় সদরের চরপাথালিয়া দল ৪-০ গোলে টুঙ্গিপাড়ার রামচন্দ্রপুর দলকে হারিয়ে বিজয় লাভ করে।
বিজয়ী দলকে একটি রেফ্রিজারেটর ও রানার আপ দলকে একটি রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়।
খ্যাতনামা হা-ডু-ডু খেলোয়াড় টাইগারের খেলা দেখতে দূর-দূরান্ত থেকে দর্শকরা এসে ভিড় করে।