শত বছরের নৌকার হাটে নেই ক্রেতার হাঁকডাক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী নৌকার হাটে এখন এক ভিন্ন চিত্র। একসময় যেখানে জেলেরা নৌকা ব্যবহার করে জাল ও বরশি দিয়ে মাছ ধরতেন, সেই দৃশ্য এখন অনেকটাই বিলীন। বিলগুলো ধ্বংস করে তৈরি হয়েছে মাছের ঘের, আর এতে কমে গেছে দেশীয় মাছের উৎপাদন। ফলে কমে গেছে নৌকার ব্যবহার।
নৌকার হাটের ব্যবসায়ীরা জানান, এই বছর নৌকার দাম বেড়েছে। লোহা, কাঠ এবং মিস্ত্রির খরচ বেড়ে যাওয়ায় নৌকার উৎপাদন খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে বিক্রিতে। তবে, দাম বাড়লেও নৌকার কেনাবেচা অনেক কমে গেছে, যা বিক্রেতাদের জন্য উদ্বেগের কারণ।
একজন ক্রেতা জানান, অন্যান্য বছরের তুলনায় এই বছর নৌকার দাম বেশি হওয়ায় তিনি তার পরিবারের জন্য নৌকা কিনতে পারছেন না, যদিও তার নৌকার প্রয়োজন রয়েছে।
বিস্তারিত ভিডিওতে .....