গ্রেনেডসদৃশ বস্তুর বিস্ফোরণে শিশুসহ আহত ৪

রাজধানীতে গ্রেনেডসদৃশ বস্তুর বিস্ফোরণে এক শিশুসহ চারজন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মহাখালীর সাততলা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটি ভরাটের সময় খুঁজে পাওয়া একটি গ্রেনেডসদৃশ বস্তু পান রিকশাচালক মো. বাহেজ উদ্দিন। পরে কৌতূহলবশত তিনি বস্তুটি ভাঙতে গিয়ে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় শহীদুল ইসলাম নামে এক ব্যক্তির এক হাতের কবজি উড়ে যায়। একই ঘটনায় রুহুল আমিন ও তাঁর সাত বছরের শিশু সোহাগ মারাত্মক আহত হয়। চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক এনটিভি অনলাইনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।