চুয়াডাঙ্গায় তেলবাহী ট্যাংকলরি-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে তেলবাহী ট্যাংকলরি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-সদর উপজেলার হিজলগাড়ী গ্রামের মাছুরা খাতুন (৫০), দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩৫) এবং চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার কাপড় ব্যবসায়ী আবু তালেব মুন্সি।
আহতরা হলেন-ইজিবাইকের যাত্রী আলামিন (২২), দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২), রিয়া খাতুন (২০) এবং তার এক বছর বয়সী শিশু ইয়াসিন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাফরপুর বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্যাংকলরি ও বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মাছুরা খাতুন ও চালক আরিফুল ইসলাম মারা যান।