সিলিন্ডার বিস্ফোরণে শিশু-নারীসহ দগ্ধ ৮

দিনাজপুর শহরের কালীতলা এলাকায় এক বাসায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশু, নারী ও পুরুষসহ আটজন অগ্নিদগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে কালীতলা এলাকায় মাহবুব রহমানের বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
গুরুতর দগ্ধ রিয়াজ উদ্দিনকে তাৎক্ষণিক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ইউনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। বাকিদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অগ্নিদগ্ধ সজীব জানান, দোকান থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার মাহবুব রহমানের বাসায় নিয়ে আসা হয়। এতে সংযোগ দেওয়ার পরই লিকেজ দেখা দেয়। গ্যাস সিলিন্ডারের লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করার একপর্যায়ে হঠাৎ করেই আগুন ধরে যায়। এ সময় রান্নাঘরে হঠাৎ করেই সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে বাড়ির মালিক মাহবুব রহমানের স্ত্রী রুবিনা বেগমসহ আটজন অগ্নিদগ্ধ হন।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুস সালাম।