রূপনগরে নিহত ‘মেজর মুরাদ’ আসলে জাহিদুল

রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গির আসল পরিচয় পাওয়া গেছে।
নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী তাঁর নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলার পাঁচথুবি গ্রামে। তাঁর বাবার নাম মো. নুরুল ইসলাম ও মা জেবুন্নাহার ইসলাম।
আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী এনটিভি অনলাইনকে বলেন, গতকাল শনিবার নিহতের আঙুলের ছাপ মিলিয়ে নির্বাচন কমিশনে সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার থেকে তাঁর নাম-পরিচয় পাওয়া গেছে।
গত শুক্রবার রাত ৮টার দিকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িতে অভিযান চালানোর সময় এক জঙ্গি নিহত হয়। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, ওই ব্যক্তি ‘মেজর মুরাদ’ নামে পরিচিত। তিনি নব্য জেএমবির সদস্য।
পুলিশের ওই অভিযানের সময় জাহিদুলের গুলিতে চার পুলিশ সদস্য আহত হন। তাঁরা হলেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির, উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) বোখারী। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল।
পরবর্তী সময়ে শহীদ আলম ও শাহীন ফকিরকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।