গুলিতে নিহত হয়েছে ‘জঙ্গি’ মুরাদ

গুলির আঘাতে নিহত হয়েছে ‘জঙ্গি’ জাহাঙ্গীর ওরফে মেজর মুরাদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর রূপনগর এলাকায় পুলিশের অভিযানে নিহত হন মুরাদ।
সোহেল মাহমুদ জানিয়েছেন, মুরাদের দেহে মোট নয়টি গুলির চিহ্ন আছে। এর মধ্যে মাথায় তিনটি এবং বাকিগুলো হাত, পা ও বুকে।
সোহেল মাহমুদ জানান, ময়নাতদন্ত করার পর লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এই ময়নাতদন্ত দুপুর ১টা ৪৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় ২টা ৫০ মিনিটের দিকে।
সোহেল মাহমুদ বলেন, ‘প্রত্যেকটি গুলি দেহের এক পাশ দিয়ে ঢুকে আরেকপাশ দিয়ে বের হয়ে গেছে। আর সব গুলি দূর থেকেই চালানো হয়েছে।’
মুরাদের মৃত্যু কত ঘণ্টা আগে হয়েছে এমন প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়েছে।’
সোহেল মাহমুদ আরো জানান, ভিসেরা প্রতিবেদন তৈরির জন্য মুরাদের রক্ত, চুল, থাই মাসল ও ইউরিন সংগ্রহ করা হয়েছে। মুরাদ শক্তিবর্ধক কোনো কিছু ব্যবহার করেছে কি না তা কেমিক্যাল টেস্টের মাধ্যমে জানা যাবে। আর কোনো গোয়েন্দা সংস্থা তাদের কাছে এসব নমুনা চাইলে তা দেওয়া হবে বলে তিনি জানান।