রূপনগরে পুলিশের অভিযান, ‘জঙ্গি’ নিহত

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার একটি বাসায় জঙ্গির খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সূত্রে জানা যায়, ৩৩ নম্বর হাউজিংয়ের একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে রাত ৯টার দিকে পুলিশ গেলে বাসায় অবস্থানরত ‘জঙ্গিরা’ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে এক ‘জঙ্গি’ নিহত হয়।
এদিকে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে এক জঙ্গি নিহত হয়েছেন। এখনো বাসাটিতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
মো. ইউসুফ আলী জানান, অভিযানে পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। আহত তিন কর্মকর্তা হলেন রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম, পরিদর্শক (তদন্ত) শাহীন ফকির ও উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।