শেখ পরিবারের দুর্নীতি
‘বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে দেরি হওয়ায় অনুসন্ধানে বিলম্ব’

শেখ পরিবারের ফাইল ছবি
শেখ হাসিনা পরিবারের বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে বিলম্ব হওয়ায় অনুসন্ধান প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আক্তার হোসেন।
আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে রাজধানীর দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আক্তার হোসেন এই কথা বলেন।
শেখ পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে দুদকের কাজ অব্যাহত রেখেছে জানিয়ে আক্তার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য দুদকের তলবে তারা সাড়া না দিলে তাদের ছাড়াই আদালতের নিয়ম অনুযায়ী বিচার কার্য সম্পন্ন হবে।