গোপালগঞ্জে দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে বাসশ্রমিকদের দুর্ব্যবহারের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তারা এ অবরোধ করে।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, কোটালীপাড়া থেকে বিশ্ববিদ্যালয়ের একটি বাসশিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছিল। এ সময় বাসটি কাঠিবাজার এলাকায় আসলে পরিবহন মালিক সমিতির সদস্যরা লোকাল যাত্রী আছে কি না চেক করার নামে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই সড়কের বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করে। এতে উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সমঝোতা বৈঠকের পর অবরোধ তুলে নিলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।