‘মুরগির খোপে’ বসবাস! ভাইরাল বৃদ্ধা লাল বড়ু আর নেই

বৃদ্ধা লাল বড়ু (৬৭) মারা গেছেন। পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে তার বাড়ি। ‘মুরগির খোপে’ বসা ছবিতে তার মানবেতর জীবনযাপনের হৃদয়বিদারক একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুর ৩টায় বড় ছেলে মোস্তফার ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লাল বড়ু। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তার দুই ছেলে থাকলেও সবসময় তিনি বড় ছেলের সঙ্গেই থাকতেন। কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা লাল বড়ু একটি ছোট মুরগির খোপের মতো তৈরি কাঠের ঘরে বসে আছেন। অভিযোগ ওঠে, ছেলে-মেয়েদের অবহেলায় তিনি মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু বাস্তবে উপজেলা প্রশাসন ও র্যাব সরেজমিন তদন্তে গিয়ে এর সত্যতা পায়নি।
এর পরই দরিদ্র লাল বড়ুর পাশে দাঁড়ায় প্রশাসন, রাজনীতিবিদ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। জনপ্রতিনিধিদের উদ্যোগ ও সাধারণ মানুষের সহানুভূতিতে তিনি কিছুটা স্বস্তির জীবনযাপন শুরু করেন।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে পরিবারের সদস্যরা জানায়, মাগরিবের নামাজের পর জেলা সদরের বড় জামে মসজিদে লাল বড়ুর জানাজার পরে তার মরদেহ মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে।