ময়মনসিংহে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসবিরোধী মানববন্ধন

দেশের চলমান সন্ত্রাসবিরোধী গণজাগরণ ও সচেতনতার ধারাবাহিকতায় গতকাল দুপুরে সব বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সন্ত্রাসবিরোধী স্লোগানসংবলিত নানান প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্ব-স্ব ক্যাম্পাসে এবং বিভিন্ন কলেজ ও স্কুলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ স্লোগান সামনে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ, আনন্দমোহন কলেজ, জিলা স্কুল, সরকারি বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, আমলী উচ্চ বিদ্যালয়, প্রান্ত হাসপাতাল, স্বদেশ হাসপাতাল, ডেল্টা কেয়ার হাসপাতালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি হাসপাতালগুলো সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বেলা ১১টায় জঙ্গিবাদবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই কর্মসূচি পালিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুর রহমান সরকার, অধ্যাপক ড. মঞ্জুরুল আলম, অধ্যাপক ড. ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারা ব্যাহত করতে এবং রাজনৈতিকভাবে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে একদল লোক এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে পরিবার থেকেই সচেতনতা সৃষ্টি করতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয়, সামাজিক, নৈতিক ও মূল্যবোধের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সভা পরিচালনা করেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন প্রমুখ।