কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী সমাবেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার সকালে প্রশাসনের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কদমতলার গাহি সাম্যের গান মঞ্চে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ প্রতিরোধ সরকারের একার কাজ নয়। সর্বস্তরের জনগণকে সচেতন হয়ে কাজ করতে হবে। এর আগে জঙ্গিবাদবিরোধী একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।