আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তামার তার চুরি, পরে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নবনির্মিত ৪৫০ মেগাওয়াট সাউথ ইউনিটের প্রায় এক টন তামার তার চুরি হয়। পরে পুলিশ এসব তার উদ্ধার করে। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব তারের আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।
বিদ্যুৎকেন্দ্রের নবনির্মিত সাউথ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে বলেন, গতকাল রোববার গভীর রাত ২টা থেকে ৩টার মধ্যে একটি সংঘবদ্ধ চক্র প্রায় এক টন তামার তার চুরি করে নিয়ে যায়।
এ খবর জানতে পেরে কর্তৃপক্ষ আশপাশে অনেক খোঁজাখুঁজির করে। কিন্তু তারের হদিস মেলেনি। তখন বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়।
পুলিশ গোপনে তামার তার উদ্ধারে তৎপরতা চালাতে থাকে। একপর্যায়ে আজ সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তামার তারগুলো উদ্ধার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহরিয়ার আল মামুন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।