বেনাপোলে ২০ বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক গ্রেপ্তার

বেনাপোল স্থলবন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরোমানিক (৩৮) নামের এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) দিনগত রাত ১২টার দিকে বন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
আটক বেচারাম পরোমানিক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ গ্রামের বাসিন্দা।
আজ শুক্রবার (৪ জুলাই) সকালে বেনাপোল স্থলবন্দরে নিয়োজিত আনসার বাহিনীর পিসি এইচ এম হেলালউজজামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারতীয় এক ট্রাকচালক বেশ কিছু বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে আনসার সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে ভারতীয় ট্রাক নিয়ে চালক বেনাপোলের কার্গো ইয়ার্ড টার্মিনালে প্রবেশ করলে তাকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। পাসপোর্টগুলোর প্রত্যেকটিতে সার্বিয়া দেশের ভিসা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেচারাম পরোমানিক স্বীকার করেন, তিনি ভারতের বনগাঁ শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে পাসপোর্টগুলো সংগ্রহ করেছিলেন এবং বেনাপোলের রাজ্জাক নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে তিনি ৩ হাজার টাকা পাওয়ার কথা ছিল।
এইচ এম হেলালউজজামান আরও জানান, আটক বেচারাম পরোমানিকের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।