ঈদের আগে প্লাবিত নিম্নাঞ্চল, মানুষের দুর্ভোগ

পূর্ণিমার জোয়ারের প্রভাবে ঝালকাঠিতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঈদের আগে এভাবে পানি চলে আসায় দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
আজ রোববার সকাল থেকে বৃষ্টি ও জোয়ারে সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বৃদ্ধি পায়। এতে তলিয়ে গেছে ঝালকাঠি শহরের নতুন কলাবাগান, কলেজ খেয়াঘাট, পৌর খেয়াঘাট, বাঁশপট্টি ও লঞ্চঘাট এলাকা।
এ ছাড়া পানিতে তলিয়ে গেছে নলছিটি উপজেলার নাচনমহল, ভবানীপুর, তেঁতুলবাড়িয়া। রাজাপুরের বিষখালী নদীর বেড়িবাঁধ না থাকায় উপজেলার মিরেরহাট, পুটিয়াখালী, বড়াইয়া ইউনিয়নের উত্তমপুর, পালট, চল্লিশ কাহনিয়া ও নিজামিয়াহর ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
পানিতে তলিয়ে গেছে নলছিটির ষাইটপাকিয়া ফেরিঘাটের গ্যাংওয়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
কৃষকরা জানান, বিভিন্ন এলাকায় আমন বীজধান পানিতে তলিয়ে গেছে। রাতে পানি আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় নদীতীরবর্তী লোকজন অনেকেই মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন।