কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাইবাজার এলাকায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় মানিক হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তাঁর স্ত্রী ও শিশু ছেলে আহত হন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ এনটিভি অনলাইনকে জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি কাঠবোঝাই ট্রাক কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ছিনাইবাজার এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মানিক হোসেন নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী মানিকের স্ত্রী মেরী বেগম (২৬) ও ছেলে মিঠু হোসেন (৭) আহত হয়।
নিহত মানিকের বাড়ি রাজারহাটের ছিনাই ইউনিয়নের বড়গ্রামে।
কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতের ছেলে মিঠুর অবস্থা আশঙ্কাজনক।