এ কেমন শত্রুতা?

ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে মো. শাহআলম মোল্লা নামের এক কৃষকের দুই একর জমিতে চাষাবাদ করা ফসল কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে দরিদ্র ওই কৃষক তাঁর ক্ষেতে গিয়ে ফসল কাটা দেখে কান্নায় ভেঙে পড়েন।
কৃষক মো. শাহ আলম বলেন, স্থানীয় রব খন্দকার ও মোবারক মিয়ার জমি ১০ বছর আগে লিজ নিয়ে মাটি কেটে কান্দি করে বিভিন্ন প্রকার ফসলের চাষাবাদ করে আসছেন তিনি। এ বছর বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে প্রায় ৭০ হাজার টাকা ব্যয়ে চিচিংগা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, বোম্বাই মরিচ, শসা ও বরবটির চাষ করেন তিনি। ফসলগুলো বিক্রি করে তিনি এ বছর আড়াই লাখ টাকা লাভ করতে পারতেন।
কৃষক শাহ আলম অভিযোগ করে বলেন, এক সপ্তাহ আগে প্রতিবেশী কালাম মোল্লার একটি গরু তাঁর ফসলের ক্ষেতের বেড়া ভেঙে চাষাবাদ করা খামার নষ্ট করছিল। এ সময় তিনি পিটিয়ে গরুটিকে ক্ষেত থেকে তাড়িয়ে দেন। এ ঘটনায় গরুর মালিক কালাম মোল্লা ক্ষুব্ধ হন।
শাহ আলম আরো বলেন, কালাম মোল্লা তাঁকে হুমকি দিয়ে বলেছিলেন, কীভাবে ফসল উৎপাদন করে সংসার চালায় তা দেখিয়ে দেবেন। সেই কালাম মোল্লাই লোকজন নিয়ে ফসল কেটে নষ্ট করেছেন।