১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ মো. ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ। আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টায় নগরীর হরিণটানা জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ওমর ফারুখ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুষ্পকাটির বাসিন্দা।
মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার বলেন, ‘দুপুরে আমরা জানতে পারি সাতক্ষীরা থেকে একটি বড় মাদকের চালান খুলনা হয়ে ঢাকা যাবে। এমন সংবাদের ভিত্তিতে আমরা থানা এলাকায় চেকপোস্ট বসাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমাদ পরিবহণ থেকে যাত্রী ওমর ফারুক নেমে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ে তার গতিরোধ করলে তিনি ভয় পেয়ে যান। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’
ওসি আরও বলেন, পুলিশ তাকে হেফাজতে নেওয়ার পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তিনি এর সঙ্গে জড়িত অনেকের নাম বলেছেন তদন্তের স্বার্থে তা এখনই জানানো সম্ভব নয়।