ভৈরবে রিভলবার, গুলিসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের ভৈরব থেকে আজ সোমবার দেশে তৈরি একটি রিভলবার, নয়টি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিথিংগা গ্রামের জোসেফ হাজং (৩৪) ও রুমুয়েল সাংমা (২৫)।
ভৈরব থানার পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজা এলাকা দিয়ে চলাচলকারী যানবাহনে তল্লাশি করছিল ভৈরব থানা পুলিশের একটি টহলদল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তল্লাশিস্থলের অদূরে বাস থেকে নেমে পড়েন জোশেফ ও রুমুয়েল। পরে ফুটপাত দিয়ে হেঁটে পার হওয়ার সময় পুলিশের সন্দেহ হয়। তখন তাঁদের হাতে থাকা একটি ব্যাগে তল্লাশি করলে জামা-কাপড়ের ভেতরে কাগজ মোড়ানো অস্ত্র ও গুলির সন্ধান পায় পুলিশ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার এনটিভি অনলাইনকে জানান, গ্রেপ্তার হওয়া দুজন অর্থের বিনিময়ে অস্ত্র ও গুলি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গাজীপুরে নিয়ে যাচ্ছিলেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।
গ্রেপ্তার হওয়া দুজন এর আগেও এক স্থান থেকে অন্য স্থানে অস্ত্র পৌঁছে দিয়েছেন বলে উপস্থিত সংবাদকর্মীদের জানান জোসেফ।
সহকারী পুলিশ সুপার মৃত্যুঞ্জয় কুমার দে সজল এনটিভি অনলাইনকে জানান, অস্ত্রসহ আটক ব্যক্তিরা অস্ত্র চোরাচালান চক্রের সক্রিয় সদস্য নাকি বহনকারী, তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় অনুসন্ধান চালাবে পুলিশ।