যশোরে ৪০ লাখ টাকার ভারতীয় চিংড়ির রেণু জব্দ

যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪০ লাখ টাকার ভারতীয় চিংড়ির রেণু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চিংড়ির রেণু বহনকারী একটি পিকআপভ্যান জব্দসহ জীবন হোসেন (২২) নামে এক পাচারকারীকে আটক করা হয়।
আজ সোমবার (৭ জুলাই) ভোরে উপজেলার কায়বা সীমান্ত থেকে চিংড়ির রেণু চালানটি জব্দ করা হয়। আটক জীবন হোসেনের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার হেলাতলা পোস্টের তুলসীডাঙ্গা গ্রামে।
এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার।
লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার খুব ভোরে বিজিবির একটি টহলদল উপজেলার কায়বা সীমান্তবর্তী কামারবাড়ি মোড় নামক স্থানে অভিযান চালায়। এ সময় ওই এলাকায় একটি পিকআপভ্যান আটক করা হয়। পরে ওই পিকআপভ্যান থেকে ৫০টি ড্রামে থাকা প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় চিংড়ির রেণু জব্দ করা হয়। জব্দ করা চিংড়ির রেণু ভারত থেকে আনা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।