রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৭

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৭। ছবি : এনটিভি অনলাইন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী। আজ সোমবার (৭ জুলাই) সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চনপাড়ার বাসিন্দা আকরাম, আইয়ুব আলী, ইউনুস আলী, ইসহাক, রুবেল, কামাল ও রাজু খন্দকার।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, চনপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, ছোরাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।