অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেপ্তার, ১০১ কেজি গাঁজাসহ মিনি ট্রাক জব্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাত গ্রেপ্তার এবং বিপুল গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে র্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গতকাল রোববার দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচকানির কান্দি এলাকা অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এরপর পিরোজপুরের বটতলা থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তার করা ডাকাতরা হলেন মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম, সহিদ ও সাবেক ইউপি সদস্য মনির হোসেন। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার চাকু ও দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে এইচ এম সাজ্জাদ হোসেন আরও জানান, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোলপ্লাজার অভিমুখে যানজটে বা কৃত্রিমভাবে যানজট সৃষ্টি করে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে আক্রমণ করে যাত্রী ও চালকদের মোবাইলফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয় ডাকাতকে আটক করা হয়।
এইচ এম সাজ্জাদ হোসেন আরও জানান, পিরোজপুর বটতলা এলাকা থেকে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়। এ সময় মাদককারবারীরা পালিয়ে যায়। তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।