পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ১৮৫৮

প্রতীকী ছবি
পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলায় ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২২০ জন এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ৬৩৮ জন রয়েছে।
আজ বুধবার (১৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
ইনামুল হক সাগর বলেন, ‘অভিযানে একটি তলোয়ার, একটি লোহার পাইপ, একটি তালা কাটার যন্ত্র, দুটি লোহার চাবুক, একটি কুচ, দুটি তীর, একটি একনলা বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ, একটি দেশীয় এলজি ও এক রাউন্ড ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়।’