সিলেটের সাদাপাথর পাওয়া গেছে ঢাকা-নারায়ণগঞ্জেও

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী। সিলেটের পর ঢাকা ও নারায়ণগঞ্জ থেকেও জব্দ হয়েছে লুটের পাথর। আজ শুক্রবার (১৫ আগস্ট) সিলেট-ভোলাগঞ্জ এলাকার বিভিন্ন ক্রাশার মিল ও নদীর পার থেকেও সাদাপাথর জব্দ করা হয়।
উদ্ধার হওয়া পাথর পুনরায় নিজেদের উদ্যোগে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় ছড়িয়ে দিচ্ছে জেলা প্রশাসন।
সিলেটের সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র সাদাপাথর ও ভোলাগঞ্জ রেলওয়ে রোপওয়ে স্টেশন থেকে নজিরবিহীন পাথর লুটপাটের পর বুধবার রাত থেকে মাঠে নামে যৌথবাহিনী। অভিযানে এ পর্যন্ত কয়েক লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। তবে পরিবেশ কর্মীদের দাবি, গত এক বছরে সাদাপাথর এলাকা থেকে লুট হয়েছে প্রায় দেড় কোটি ঘনফুট পাথর।
অভিযানে ১৩০টি ট্রাকের প্রায় ৭০ হাজার ঘনফুট পাথর জব্দের তথ্য জানিয়েছে জেলা প্রশাসন। এছাড়া বিভিন্ন ডাম্পিং এরিয়া থেকেও পাথর জব্দ করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঢাকার ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে জামায়াতে ইসলামীর নেতা মো. রহমতের মালিকানাধীন তাহমিত স্টোনক্রাশার মিলসহ ৭টি পাথর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করে র্যাব। এর আগে নারায়ণগঞ্জ থেকেও জব্দ হয় সিলেট থেকে লুট হওয়া সাদাপাথর।