খাগড়াছড়িতে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ

খাগড়াছড়ি থেকে নুরুন্নাহার আক্তার (১৯) নামের এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার দুপুরে জেলা শহর থেকে এক অপরিচিত যুবক ছাত্রীটিকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
আর এ ঘটনায় দুদিন ধরে থানায় থানায় জানানোর পর অবশেষে পুলিশ সুপারের নির্দেশে আজ মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নুরুন্নাহার জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোট মেরুং ২ নম্বর কলোনির বাসিন্দা মো. নুরুন্নবীর মেয়ে এবং তিনি খাগড়াছড়ি সরকারি কলেজে এবার রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছেন।
নুরুন্নাহারের মামা আরশাদ আলী বলেন, ক্যানসারে আক্রান্ত বাবার জন্য ওষুধ আনতে রোববার সকাল ১০টার দিকে বাড়ি থেকে খাগড়াছড়ি জেলা শহরে যান তাঁর ভাগনি। এর পর থেকেই নিখোঁজ তিনি। পরে বারবার ফোন দিয়ে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা বলছেন, শুক্রবার বিকেলে নুরুন্নাহারদের বাড়িতে গিয়ে তাঁর মায়ের কাছ থেকে পানি খেয়েছিলেন জালাল উদ্দিন হৃদয় নামের এক যুবক। এ সময় পরিচয় জানতে চাওয়ায় তিনি নিজেকে অপরাধ তদন্ত ব্যুরোর (সিআইডি) লোক বলে পরিচয় দেন। তবে সন্দেহ হওয়ায় তাঁর ছবি তুলে রাখেন নুরুন্নাহারের ছোট ভাই জহিরুল ইসলাম।
নুরুন্নাহারের মা জুলেখা আক্তার বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই নম্বর থেকে নুরুন্নাহার নিজে ফোন করে জানান, জালাল উদ্দিন তাঁকে অচেতন করে অপহরণ করেছেন। তাকে কোথায় রাখা হয়েছে—জানতে চাইলে পরিবারের সদস্যদের নুরুন্নাহার জানান, তাঁকে তিনতলা একটা ভবনের কক্ষে আটকে রাখা হয়েছে। এ ছাড়া নুরুন্নাহার জানান, ওই যুবক নারী পাচারকারী চক্রের সদস্য। তাঁকে পাচারের প্রস্তুতি নিচ্ছে চক্রটি।
সোমবার সকালে পরিবারের সদস্যরা প্রথমে দীঘিনালা থানায় অভিযোগ করলে তাঁদের খাগড়াছড়ি সদর থানায় যাওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পরামর্শ অনুযায়ী তাঁরা খাগড়াছড়ি সদর থানায় এলে তাঁদের জানানো হয়, মেয়ে যেহেতু দীঘিনালা উপজেলার, সেহেতু মামলা করতে হবে দীঘিনালা থানায়। পরে তাঁরা পুনরায় দীঘিনালা থানায় গেলে তাঁদের আবারও খাগড়াছড়ি সদর থানায় মামলা করার জন্য বলা হয়। অবশেষে পুলিশ সুপার নির্দেশ দেওয়ায় মামলা নিচ্ছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, এ বিষয়ে ওই কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দীন ভূঁইয়া জানান, সঠিক তথ্য দিতে না পারায় মামলা নিতে বিলম্ব হচ্ছে। নুরুন্নাহারের মা জুলেখা বেগম বাদী হয়ে জালাল উদ্দিনকে আসামি করে মামলা করছেন।