দর্শকের ভালোবাসায় সাফল্যের ২৩ বছরে এনটিভি
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানে ২২ বছর আগে যাত্রা শুরু করে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এরপর থেকে নিত্যনতুন আইডিয়া ও অনুষ্ঠান এনটিভিকে পৌঁছে দিয়েছে দর্শক-পছন্দের শীর্ষে, সাফল্যের শিখরে।
বাংলাদেশসহ বিশ্বের যে প্রান্তেই হোক, যেখানে বাঙালি আছে সেখানেই তরুণ-তরুণীসহ সব বয়সের দর্শকের কাছে জনপ্রিয়তার শীর্ষে এনটিভি। শুধু তাই নয়, এনটিভি অনলাইনের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউবসহ সকল প্ল্যাটফর্মে যুক্ত আছেন প্রায় সাড়ে ৫ কোটি (৫৪ মিলিয়নের বেশি) দর্শক, শ্রোতা ও পাঠক, যা প্রমাণ করে সবার ভালোবাসায় টইটম্বুর ২৩ বছরে পা দেওয়া এই চ্যানেলটি।
ভিন্ন মাত্রার মানসম্মত নানা অনুষ্ঠানের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ সম্প্রচারে দেশের মানুষের মনজুড়ে রয়েছে এনটিভি। দীর্ঘ পথচলায় অনেক বাধাবিপত্তি ছিল, কিন্তু আমরা দমে না গিয়ে সবসময় এগিয়ে চলেছি। এরই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারি এইচডি সম্প্রচার শুরু করে এনটিভি।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক, ও রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাসেম ফজলুল হক, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, এনটিভি পরিবারের সদস্য রোজা আলী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান প্রমুখ।
মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে এনটিভি
বাংলাদেশের সংবাদমাধ্যমে এনটিভি নিঃসন্দেহে প্রথম শ্রেণির ও যোগ্য একটি প্রতিষ্ঠান— এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেশ কয়েকটি ক্ষেত্রে এনটিভি বাংলাদেশের মানুষের হৃদয় বিশেষভাবে জয় করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বিনোদনমূলক অনুষ্ঠান, যা আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর ধর্মভিত্তিক কিছু অনুষ্ঠান আছে যেগুলো সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংবাদকর্মী ভাই-বোন ও এনটিভির দর্শকদেরকে আমার দলের পক্ষ থেকে এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এনটিভি দেশের এক নম্বর টেলিভিশন চ্যানেল হিসেবেই থাকবে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া চেয়েছেন।
জুলাই আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা ও আহতদের সম্মান জানিয়ে এনটিভির চেয়ারম্যান বলেন, জুলাইয়ের গণআন্দোলনে রংপুরের কৃতি সন্তান আবু সাঈদ নিজের জীবন দিয়ে দেশকে যেভাবে দ্বিতীয়বার স্বাধীন করে দিয়ে গেছে, আমরা এই আন্দোলনের সাথে ছিলাম। আমরাই একমাত্র টেলিভশন চ্যানেল লাইভে সেটাকে ধারণ করেছিলাম। এনটিভি সবসময় এভাবে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে।
মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আপনাদের এই প্রিয় টেলিভিশন চ্যানেল অতীতের মতো আগামী দিনেও সবসময় আপনাদেরকে সঙ্গে নিয়ে বাংলাদেশের এক নম্বর টেলিভিশন চ্যানেল হিসেবেই থাকবে। আমাদের অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর সকল জায়গায়, বাংলাদেশি যেখানে আছে, সেখানে পৌঁছে গেছে।
এনটিভির চেয়ারম্যান বলেন, আমরা আশা করি, এই টেলিভিশন চ্যানেল যেভাবে এই দেশের জন্য, জনগণের জন্য ২২ বছর কাজ করেছে, আগামী দিনেও যেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা দেশের জন্য কাজ করতে পারি।
দুর্নীতিমুক্ত দেশ গড়তে গণমাধ্যম হিসেবে সাহায্য করবে এনটিভি
প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক, গবেষক, ঐতিহাসিক, অনুবাদক, সমাজবিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাসেম ফজলুল হক বলেন, দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে এনটিভি রুচিশীল একটি চ্যানেল। মানসম্মত অনুষ্ঠানের ক্ষেত্রে এনটিভি এক ধাপ এগিয়ে আছে।
তরুণদের নিয়ে অনুষ্ঠান আরও বেশি হওয়া উচিত এনটিভিতে। সময়সাময়িক বিষয় এবং সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি আরও ভালোভাবে তুলে ধরা উচিত। দুর্নীতিমুক্ত ও সাম্যের বাংলাদেশ গড়তে গণমাধ্যম হিসেবে সাহায্য করবে এনটিভি— প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই আমার প্রত্যাশা।
কারও প্রতি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কিছু করে না এনটিভি
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এনটিভি শুরু থেকেই দেশ ও জাতি গঠনে তার অঙ্গীকার পূরণে সচেতন ছিল। এনটিভি কারও প্রতি অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে কিছু করে না। যা কিছু সত্য, যা কিছু ভালো ও সমাজের জন্য কল্যাণকর তাই তারা ধারণ করে। আর অসত্য, মন্দ ও সমাজের জন্য ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে তারা সোচ্চার। এই জন্য এনটিভি প্রিয় প্রচার মাধ্যম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।
এনটিভির যে সুনাম রয়েছে তা যেন আরও বৃদ্ধি পায়
প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভি ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এনটিভি যখন চালু হয়েছিল তখনই সবার মনযোগ আকর্ষণ করেছিল। এনটিভির প্রোগ্রাম কোয়ালিটি খুবই ভালো। দেখতেও খুব ভালো লাগে। টেকনিক্যাল দিক থেকে খুব স্ট্রং এনটিভি। আমি আশা করব, অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে এনটিভির যে সুনাম রয়েছে তা যেন আরও বৃদ্ধি পায়।
দেশে গণতন্ত্রের উত্তরণে এনটিভি আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আমার প্রত্যাশা, দেশে গণতন্ত্রের যে উত্তরণ প্রক্রিয়া চলছে সেখানে এনটিভি আরও বলিষ্ঠ ও নির্ভীক ভূমিকা পালন করবে। আশা করি, বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে এনটিভি সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে এবং দর্শকের জন্য আরও বৈচিত্রময় ও মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করবে।
এনটিভি দেশের পক্ষে নিরপেক্ষতা নিয়ে কাজ করবে
এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের গণমাধ্যমগুলো দেশের পক্ষে স্বচ্ছ ও নিরপেক্ষতা নিয়ে কাজ করবে। এনটিভির প্রতিও সেই প্রত্যাশা আমাদের।
গণঅভুত্থানের পরে আমাদের প্রত্যাশা, সামনের দিনগুলোতে গণমাধ্যম তার নেতিবাচক ভূমিকা থেকে সরে এসে ইতিবাচক ভূমিকা পালন করবে। জনগণের পক্ষে স্বচ্ছতার ভিত্তিতে তথ্য প্রচার করবে।
বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক সংবাদ প্রচারে কাজ করে যাচ্ছি
এনটিভির দর্শক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, ক্যাবল অপারেটরসহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বলেন, ২০০৩ সালে প্রতিষ্ঠালগ্নের পর থেকে আজ পর্যন্ত এনটিভির সকল অর্জন ও সফলতার পেছনে সবচেয়ে বড় সহায়ক হিসেবে কাজ করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত, রহমত এবং দর্শকের ভালোবাসা। এই দুটি জিনিসকে পুঁজি করেই আমরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক সংবাদ প্রচার এবং সাবলীল ও শিক্ষামূলক অনুষ্ঠানমালা নিয়ে প্রতিটি মুহূর্তে কাজ করে যাচ্ছি।
এনটিভির ব্যবস্থাপনা পরিচালক বলেন, এনটিভি শুরু থেকে আজ পর্যন্ত দেশবাসী এবং দর্শক-শ্রোতার সকল প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা দূরীকরণে সর্বাঙ্গীনভাবে কাজ করে চলেছে। এই ধারা আমরা যেন অব্যাহত রাখতে পারি তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ও দেশবাসীর কাছে দোয়া চাই।
এনটিভি আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো
দেশ-বিদেশের সকল দর্শককে শুভেচ্ছা জানিয়ে এনটিভি পরিবারের সদস্য রোজা আলী বলেন, এই প্রিয় চ্যানেলটি সবসময় আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। আমার মনে আছে, যখন আমি ছোট ছিলাম এবং অফিসে বেড়াতে আসতাম, সবকিছু আমার কাছে খুব সহজ মনে হয়েছিল। এখন বুঝতে পারছি, একটি মিডিয়া চ্যানেল চালানোর জন্য কতটা আবেগ, নিষ্ঠা ও আন্তরিকতা প্রয়োজন। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এনটিভি চমৎকার সংবাদ, তথ্য ও সৃজনশীল বিনোদন প্রদান করে আসছে, জাতীয় টেলিভিশন হিসেবে তার নামের প্রতি সুবিচার করে চলেছে। আমি আশাবাদী, আগামী বছরে চ্যানেলটি আরও বড় মাইলফলক অর্জন করবে।
বৈষম্য দূরীকরণে অতীতের মতো ভবিষ্যতেও ভূমিকা রাখবে এনটিভি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গত ২২ বছর এনটিভি সংবাদ প্রকাশের ক্ষেত্রে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সত্য তুলে ধরার চেষ্টা করেছে। বিভিন্ন সামাজিক বৈষম্য দূর করে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার ক্ষেত্রে এনটিভি অতীতে যে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও সেই ভূমিকা রাখবে— এই প্রত্যাশা আমি করছি।
নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে মানুষের হৃদয়ে স্থান নিয়েছে এনটিভি
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এনটিভি দর্শকনন্দিত ও জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠান ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আশা করছি, আগামী দিনেও তারা সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশেন ও জনপ্রিয় অনুষ্ঠানের ধারা অব্যাহত রাখবে। আমি এনটিভির শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানাই। একইসঙ্গে এনটিভির সকল কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকদের জন্য রইলো শুভ কামনা।
সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে এনটিভি
২৩ বছরে পদার্পণ উপলক্ষে এনটিভির উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীদের অভিনন্দন জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আশা করব, এনটিভি বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে জনগণকে অবহিত করবে এবং জনমত গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তী রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনটিভির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানমালা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ ৩ জুলাই এনটিভির প্রধান কার্যালয় সেজেছে বর্ণিল সাজে। সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের মধ্যে রয়েছে— সকাল ৬টা ১০ মিনিটে বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠান ‘কোরআনুল কারিম : তেলওয়াত, অনুবাদ ও ব্যাখ্যা’। প্রযোজনা : শাহ মো. সাইফুল্লাহ। অংশগ্রহণে : জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজগণ।
সকাল ৬টা ৪০ মিনিটে একক নাটক ‘পেইন গেস্ট’। রচনা : পাপ্পুরাজ। পরিচালনা : মুসাফিররনি। অভিনয়ে : নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার, মিলি বাশার, সোমা ফেরদৌস, রেজাউল আমিন সুজন, আশিক আকবর আকাশ, রাজা প্রমুখ।
সকাল সাড়ে ৭টায় স্বাস্থ্যবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘স্বাস্থ্য প্রতিদিন’। প্রযোজনা : কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা : নূসরাত দীপা। অতিথি : ডা: শাখাওয়াৎ সায়ন্ত এবং শ্রাবণ্য তৌহিদা।
সকাল ৮টায় বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠান ‘আজ সকালের গানে’। সরাসরি। শিল্পী: শিমু দে। উপস্থাপনা : নাহিদা আফরোজ সুমী। প্রযোজনা : রফিকুল ইসলাম।
সকাল সাড়ে ৯টায় বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠান ‘সকাল বেলার নিমন্ত্রণে’। অতিথি : সাদিয়া আয়মান। উপস্থাপনা : নূজহাত সওম। প্রযোজনা : রফিকুল ইসলাম।
সকাল সোয়া ১০টায় বর্ষপূর্তির বিশেষ বাংলা ছায়াছবি ‘তুফান’। পরিচালনা : রায়হান রাফি। অভিনয়ে : শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী প্রমুখ।
দুপুর ১টায় বর্ষপূর্তির বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘উৎসবের গান’। সরাসরি। শিল্পী: লায়লা, প্রিয়াংকা, মুহিন ও রাজিব। উপস্থাপনা : পুতুল। প্রযোজনা : শাহরিয়ার ইসলাম।
বিকেল সাড়ে ৩টায় বিশেষ টকশো ‘গণমাধ্যম ও গন্তব্য : ২৩ বছরে এনটিভি’। সরাসরি। সঞ্চালনা: জহিরুল আলম। প্রযোজনা : সোহেল হক। আলোচক : সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান।
বিকেল ৫টা ২৫ মিনিটে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার অনুষ্ঠান ‘এনটিভি বাইশ পেরিয়ে তেইশে’। সরাসরি।
সন্ধ্যা সোয়া ৬টায় স্ট্যান্ডআপ কমেডি শো ‘হাসিতে খুশিতে তেইশে’। সরাসরি। উপস্থাপনা: আবু হেনা রনি। প্রযোজনা : জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফা। অংশ গ্রহণে : শাওন মজুমদার, তারেক মাহমুদ, রিয়াজ উদ্দীন, আবিদ হাসান নিরব, তরু, আল আমিন নিরব, সাইফুর রহমান।
রাত সাড়ে ৯টায় বর্ষপূর্তির বিশেষ নাটক ‘সাথী’। চিত্রনাট্য : আব্রাহাম তামিম। গল্প ও পরিচালনা : রুবেল আনুশ। অভিনয়ে : পার্থ শেখ, সুমনা ইয়াসমিন, শেখ মাহবুবুর রহমান, আঞ্জুমান আরা শিরিন প্রমুখ।
রাত সাড়ে ১১টায় বর্ষপূর্তির বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘এনটিভির জন্মদিনে সোলস’। সরাসরি। উপস্থাপনা : নীল হুররে জাহান। প্রযোজনা : মোহাম্মদ নূরুজ্জামান।