ময়মনসিংহে প্রকল্প কর্মকর্তাকে ‘মারধর করলেন’ ভাইস চেয়ারম্যান, ছাত্রলীগ নেতা

ময়মনসিংহের ফুলপুরের প্রকল্প কর্মকর্তা মোঃ জাকির হোসেনকে তার অফিসে ঢুকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে । ফুলপুরের সরকার দলীয় ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব ও তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান তাকে দু’দফা মারধর করেছেন বলে জানান প্রকল্প কর্মকর্তা।
বিষয়টি তিনি তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি’কে জানিয়েছেন তবে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। জাকির জানান, তিনি আগামীকাল বিষয়টি থানায় লিখিতভাবে অবহিত করবেন। প্রকল্প কর্মকর্তা অভিযোগ করেন, ফুলপুরের সিংহেশ্বর ইউনিয়নের ইদ্রিস মেম্বারের বাড়ির উত্তর পাশে ৩০ লক্ষ টাকা ব্যায়ে একটি পাকা ব্রীজ নির্মানের জন্য ১০ এপ্রিল লটারী অনুষ্ঠিত হয় । লটারিতে বিজয়ী আর এম এন্টটারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয় । দুদিন আগে ঠিকাদারসহ সাইট পরিদর্শনে গিয়ে ব্রীজ নির্মানস্থলে অতিরিক্ত পানি জমায় লে-আউট না দিয়ে ফিরে আসে টিম । আজ বিকাল চারটায় হাবিবুর রহমান হাবীব প্রকল্প কর্মকর্তার অফিসে ঢুকে অন্য স্থানে রাস্তা কেটে ব্রীজ নির্মানের জন্য চাপ দিতে থাকেন । তার কথায় রাজি না হওয়ায় হাবীব তাকে এলোপাথারী চড় দিতে থাকেন । কিছুক্ষন পরেই কর্মকর্তার অফিসে লোকজন নিয়ে ঢুকেন হাবীবের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান । তিনিও ওই কর্মকর্তাকে এলোপাথারী কিল ঘুষি দিয়ে চলে যান । বিষয়টি তিনি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদ হোসেন চৌধুরী এবং থানার ওসি আলী আহাম্মদ মোল্লাকে অবহিত করেন।
বিষয়টি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাশেদ হোসেন চৌধুরীকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে হাবিবুর রহমান হাবীবকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে ।
ফুলপুর থানার ওসি আলী আহাম্মদ মোল্লা জানান, তিনি লোক মুখে শুনেছেন, কিন্তু আনুষ্ঠানিক কোন অভিযোগ পাননি।