গাইবান্ধায় বিপুল মাদকসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধা পৌর শহরে অভিযান চালিয়ে বিপুল মদ ও প্রায় দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১১টা থেকে ১টা পর্যন্ত গাইবান্ধা সেনা ক্যাম্পের সদস্যরা শহরের পিকে বিশ্বাস রোডে কয়েকটি বাড়িতে এই অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—শহরের পিকে বিশ্বাস রোডের বাসিন্দা সুজন বাসু, হরিজন এবং সদরের মিতালী বাজার এলাকার আলামিন।
গাইবান্ধা সেনা ক্যাম্প জানায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র গোপনে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে বিপুল বোতলজাত ও প্লাস্টিকের জার ভর্তি চোলাই মদসহ প্রায় দুই কেজি গাঁজা জব্দ করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক তিনজনকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (১২ জুলাই) শাহীনুর ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।