বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

শনিবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ছবি : এনটিভি অনলাইন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া রাত পৌনে ১১টার দিকে নয়াপল্টনে মসজিদ গলির সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
ককটেল বিস্ফোরণের ঘটনা এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী। তিনি বলেন, আজ রাত ৯টা ৫৮ মিনিটের দিকে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এর ৪০ মিনিট পর নয়াপল্টনে মসজিদ গলির সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।