সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি ঢাবি শিক্ষক সমিতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার প্রতিবাদ ও বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ রোববার বিকেলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, ‘অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী সংস্কৃতিমনা প্রগতিশীল একজন শিক্ষক ছিলেন। গত এক যুগে রাজশাহী বিশ্ববিদ্যালয়েই ধর্মান্ধদের হাতে চারজন অধ্যাপক নিহত হন। ইতিপূর্বে দেশের খ্যাতনামা লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে জঙ্গিগোষ্ঠীগুলো প্রগতিশীল ব্যক্তিদের ওপর হামলা শুরু করে। একের পর এক ন্যক্কারজনক হত্যাকাণ্ড চালিয়ে আসছে তারা। একটি হত্যাকাণ্ডেরও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। অতীতের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় জঙ্গিগোষ্ঠীগুলো লাগামহীনভাবে তাদের হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং তাদের আস্ফালন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, ‘কেবল সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে জঙ্গিগোষ্ঠীগুলোর এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হবে। আমরা অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের খুঁজে বের করে অনতিবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। উপরন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।’