জাবি শিক্ষক সমিতির নিন্দা ও ক্ষোভ প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি। অবিলম্বে দায়ী ব্যক্তিদের আটক করে শাস্তির দাবি জানিয়েছে ওই সংগঠন।
আজ রোববার দুপুরে জাবি শিক্ষক সমিতির নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এসব দাবি করা হয়। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ জানিয়েছেন, দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করবেন তাঁরা।
কর্মসূচির মধ্যে আছে, আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার এক ঘণ্টা কর্মবিরতি, ওই দিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন, উপাচার্যের মাধ্যমে স্বরাষ্ট্র ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।
সমিতির সভায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে এর সঙ্গে জড়িতদের শনাক্ত ও শাস্তি প্রদান এবং জাতির মেধাবী ও প্রগতিশীল বুদ্ধিজীবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানানো হয়।