পুলিশ হেফাজতে আসামির আত্মহত্যার চেষ্টা

ঝালকাঠির রাজাপুর থানা পুলিশের হেফাজতে রিমান্ডের এক আসামি আত্মহত্যার চেষ্টা করেন। আজ বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় বুলবুল নামের ওই আসামিকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, রাজাপুর সদরের বাইপাস মোড় এলাকায় গতকাল মঙ্গলবার একটি প্রতারণা মামলায় বুলবুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালতের নির্দেশে রিমান্ডে আনা হলে আজ সকালে আসামি বুলবুল তাঁর সঙ্গে থাকা রশি দিয়ে জানালার সঙ্গে বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন।
এ ঘটনায় থানা পুলিশ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
ঝালকাঠির রাজাপুরের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, ‘কোমরের রশি খুলে জানালার গ্রিলের সঙ্গে ঝুলেছিলেন। সেন্ট্রি দেখে তাড়াতাড়ি তাঁকে ছাড়িয়েছে। অজ্ঞানের মতো ছিলেন। গলায় দাগ ছিল। ভয়ে তিনি এই কাজ করেছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’