ঝগড়া থেকে দায়ের কোপ, স্ত্রীর হাতে স্বামী নিহত

ময়মনসিংহে স্ত্রীর দায়ের কোপে নিহত হয়েছেন বিল্লাল হোসেন (২৭) নামের এক যুবক। আজ শুক্রবার সকালে ভালুকার বগাজান গ্রামে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
১০ বছরের সংসারে বিল্লাল ও মুর্শিদা দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এএসপি জানান, পারিবারিক কলহের জের ধরে আজ ভোরে বগাজান গ্রামের হালিম উদ্দিনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী মুর্শিদা বেগমের (২৩) বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে দা দিয়ে বিল্লালের মাথা ও শরীরে আঘাত করেন মুর্শিদা।
ওই সময় চিৎকার শুনে ঘরে এসে স্বামী-স্ত্রী দুজনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখতে পান আশপাশের লোকজন। খবর পেয়ে ছোট ভাই সাদ্দাম হোসেন গিয়ে বিল্লালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসপি আরো জানান, এ ঘটনায় বিল্লালের স্ত্রী মুর্শিদাকে আটক করেছে ভালুকা থানা পুলিশ। একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।