ময়মনসিংহে কলেজছাত্র হত্যাকাণ্ডে ৩ জন গ্রেপ্তার

ময়মনসিংহে কলেজছাত্র মুতাসিন বিল্লাহ শাকিল হত্যার ঘটনায় তিন কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আজ মঙ্গলবার তারা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহরের রয়েল মিডিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী জামিল হোসেন পিয়াস, আসাদুজ্জামান পিয়াস ও সিফাতে ইয়াসিন তোবা।
কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার মো. আবদুর রশিদ আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, গতকাল পাগলা থানা ও হোসেনপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এই ছাত্ররা জবানবন্দিতে জানিয়েছে, এই হত্যার সঙ্গে তারা ছাড়াও আরো ১১ ছাত্র জড়িত রয়েছে। এদের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম কলেজ, নটর ডেম কলেজ ও আনন্দমোহন কলেজের শিক্ষার্থীও রয়েছে।
এ হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান আব্দুর রশিদ।
এদিকে শাকিলের সব হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে আজ সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে ফুলবাড়িয়া বাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন।
গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় রয়েল মিডিয়া কলেজের শিক্ষার্থীরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসি পরীক্ষার্থী শাকিলকে শহরের গোলকিবাড়ী এলাকায় ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শাকিল। প্রেমঘটিত বিষয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানায় পুলিশ। ওই দিন রাতেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রয়েল মিডিয়া কলেজ ভবন, আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কপোরেশনের আঞ্চলিক কার্যালয় এবং শহরতলির চুকাইতলা এলাকায় আসামি পিয়াসের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। ২৯ জানুয়ারি শাকিলের বাবা এমদাদুল হক বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। এ মামলার তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।