ঝালকাঠিতে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

ঝালকাঠি সদরের বিনয়কাঠি ইউনিয়নের শিবাইকাঠি গ্রামের ব্যানার্জি বাড়ির পারিবারিক মন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাতে এসব প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকালে অশোক ব্যানার্জির তাঁর ঘর থেকে বের হয়ে পার্শবর্তী সেতুর ওপরে পাঁচটি প্রতিমার ভাঙা মাথা দেখতে পান। দুর্বৃত্তরা রাতের আাঁধারে প্রতিমা ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন। এগুলোর মধ্যে দুটি লক্ষ্মী, দুটি মনসা ও একটি সরস্বতীর প্রতিমা রয়েছে।
খবর পেয়ে ঝালকাঠি জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। যারাই এ কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জেলা পূঁজা উদযাপন পরিষদের নেতারা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হতে পারে। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।